ভূজপুর খেলোয়াড় সমিতির আন্তঃ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৭:২৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে আন্তঃ ভূজপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে মধুমতী সবুজ ক্লাসিক একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় সুলাইমান মাহমুদ ফুটবল একাদশ।

খেলা শেষে উপদেষ্টা মোহাম্মদ জহির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইন্সপেক্টর মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ঢাকা ব্যাংকের ম্যানেজার (অপারেশন) মাহিন উদ্দিন মুন্না। সংবর্ধিত অতিথি ছিলেন এম.এ সুজন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নাছির উদ্দীন, শোয়াইব তালুকদার, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ হারুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনাঙ্গলমোড়ায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে পুরস্কার বিতরণ সম্পন্ন