চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বাজারে ৫ দিনের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, আমাদের টিম এখনো ঘটনাস্থলে রয়েছে। ফিরলে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।