ফটিকছড়িতে পিকাআপ-সিএসনিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও দুই যাত্রী।
আজ শনিবার সকাল পৌনে ৮ টার দিকে ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের মির্জারহাটের দক্ষিণে কোর্টবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শারমিন আক্তার (২৮) ভূজপুর উত্তর শৈলকূপা এলাকার আবু তাহেরে স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন শারমিন আক্তারের ছেলে মোকারক হোসেন (৯) ও বোনের মেয়ে শম্পা কলি (১২)। তবে অটোরিকশা চালকের নাম জানা যায়নি।
নিহতে শারমিনের শ্বশুর আমির হোসেন সওদাগর বলেন, সকালে আমার ছেলের বউ দুই নাতিনকে নিয়ে বাপের বাড়ি পাইন্দং থেকে ভূজপুর শৈলকূপা আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শারমিন আক্তার নামের একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূজপুর থানার উপ পরিদর্শক সুমন বলেন, আমরা চালকসহ পিকাপভ্যানটি আটক করেছি। মরদেহটি থানায় রয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নিচ্ছি।