পুলিশ পরিচয়ে আবাসিক ভবনে ঢুকে মালিককে মারধর করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নগরীর বাকলিয়া থানা পুলিশ। গত শনিবার (৮ মে) রাতে নগরীর কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকের তিন নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটেছে বলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন জানিয়েছেন। গ্রেপ্তার তিনজন হলেন- রিয়াদ করিম (৩১), মো. ওসমান (২৮) এবং মো. রায়হান (২০)।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বাড়িটিতে গিয়ে এ তিনজন নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা অভিযোগ করে ওই ভবনে অসামাজিক কাজ চলে। বাড়ির মালিক মো. লিটনকে মারধর করে মামলার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকায় সমঝোতার প্রস্তাব দেয় ওই তিন পুলিশ! চাপাচাপির এক পর্যায়ে এক আত্মীয়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা তাৎক্ষণিক আদায়ও করে ওই তিন ‘পুলিশ’ সদস্য। তবে ভুয়া পুলিশের এ অভিযানের খবর পৌঁছে যায় আসল পুলিশের কাছে। রাত সাড়ে ৮টার দিকে এ খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনজনের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি বাকলিয়া।