ভুটানের নারী লিগে সাবিনা খাতুন–ঋতুপর্ণা–সুমাইয়াদের নিয়ে গড়া পারো এফসি জিতেই চলেছে। গতকালও বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপাপ্রত্যাশীরা। নিজেদের চতুর্থ ম্যাচে পারো ২২–০ গোলে হারিয়েছে ফুয়েন্ট সোলিং হিরোয়িজ এফসিকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা করেছেন ডাবল হ্যাটট্রিক। প্রথমার্ধে বিজয়ী দল ১১–০ গোলে এগিয়ে ছিল। সাবিনা ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন। এনিয়ে লিগে সাবিনার সপ্তম হ্যাটট্রিক হলো। মোট গোল ২৩টি। ম্যাচসেরা হয়ে সাবিনা বলেছেন, ‘আমার অনেক ভালো লাগছে। দলের সবার সহযোগিতায় সাফল্য এসেছে।’ এছাড়া ঋতুপর্ণা ৬, মাতসুসিমা সুমাইয়া ৪ ও মনিকা চাকমা ২ গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। এর আগের ম্যাচে বাংলাদেশের আরেক ফুটবলার মাতসুসিমা সুমাইয়া হ্যাটট্রিক করে হয়েছিলেন ম্যাচসেরা।