‘ভিন্নষড়জ’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

মহাকালের গর্ভে খুঁজি অনিন্দ্য নন্দন’স্লোগানকে ধারণ করে পথচলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন ‘ভিন্নষড়জ’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান ম্যহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় চবির ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের।

এসময় তিনি স্বাধীনতার সংগ্রাম শেষ হলেও মুক্তির সংগ্রাম এখনো চলমান রয়েছে বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুুমার দে, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিন্নষড়জের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং সংগীত বিভাগের সহকারি অধ্যাপক কৌশিক আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, পড়াশোনা করে কেউ সংগীতে যাবে কেউ আবৃতিতে যাবে। আপনারা মননশীল ও সৃজনশীল সংগীতের উপর জোর দিবেন। চীনের উন্নয়নের পিছনে আছে সাংস্কৃতিক বিপ্লব। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা হতে হবে স্মার্ট। থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও আমাদের অর্জন করতে হবে। এরজন্য সকল দিকে নজর দিতে হবে। স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে, মুক্তির সংগ্রাম এখনো চলমান।

পূর্ববর্তী নিবন্ধআয়ের খেলায় শীর্ষে রোনালদো এক ধাপ পেছালেন মেসি
পরবর্তী নিবন্ধতারুণ্য নিয়ে ফোর্বসের এশীয় সংস্করণে ৯ বাংলাদেশি