চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সারা দেশে এ কর্মসূচি শুরু হয়।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলায় বিভাগীয় পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ভবন চট্টগ্রাম বিভাগ এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম। উপজেলায় ২৪০ কেন্দ্রে মোট ৬১ হাজার ৮৫০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য উপ–পরিচালক ডা. ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, ইউনিসেফের বিভাগীয় কো–অর্ডিনেটর ইউ বে সুই, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার, শামসুল আরেফিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিউল আলম, ইউপি সদস্য অহিদুল আলম, কামরুল আজম, আব্দুর শুক্কুর, স্বাস্থ্য পরিদর্শক ত্রিদীপ সরকার, হুমায়ুন আহমেদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দিদারুল আলম এমপি বলেন, সরকারের সকল মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতায় ইতোমধ্যে আমরা যেভাবে করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি, ঠিক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নও অত্যন্ত প্রশংসনীয়।
মমতা : বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এ সময় উপস্থিত ছিলেন উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারসহ মমতার স্বাস্থ্য কর্মসূচির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এই কর্মসূচির আওতায় মমতা নগর মাতৃসদন হাসপাতাল লালখান বাজার–১, মমতা নগর মাতৃসদন হাসপাতাল–২ বন্দরটিলা, মমতার নগর মাতৃসদন হাসপাতাল–৩ উত্তর আগ্রাবাদ, মমতা নগর মাতৃসদন হাসপাতাল–৪ পাঁচলাইশ, মমতা’র ৪টি স্বাস্থ্য কেন্দ্র এবং মমতা’র আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্টের আওতায় মমতা নগর মাতৃসদন হাসপাতাল–দক্ষিণ কাট্টলী, ও মমতা নগর স্বাস্থ্য কেন্দ্র ওয়ার্ড নং ০৯, ১০,১১, ১৩ ও ২৬ এর মাধ্যমে ২০ হাজার ৮৬০ জন শিশুকে লাল ক্যাপসুল, ৫ হাজার ৮৭২ শিশুকে নীল ক্যাপসুল সহ মোট ২৬ হাজার৭৩২ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ১৪টি স্ট্যাটিক ক্লিনিক এবং ৪০টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে মমতা।
দেওয়ানবাজার ওয়ার্ড : গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। কার্যক্রমের উদ্বোধন করেন দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এতে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. খুকু মনি বড়ুয়া, ফার্মসিস্ট মোহাম্মদ মনজুরুল হক, ইপিআই টেকনিশিয়ান আহমদ আলী হাশেমী, মোহাম্মদ আমিরুল ইসলাম, আবদুল্লা আল হারুন প্রমুখ।
পাহাড়তলী ওয়ার্ড : ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড সচিব আব্দুল হালিম, মহানগর ছাত্রলীগের সহ–সভাপতি সৌমেন বড়ুয়া, সহ–সম্পাদক মো. রেজাউল করিম রিটন, কামরুল ইসলাম শিবলু, মুমিনুল হক সুমন প্রমুখ।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, গতকাল সকাল থেকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়, জেলার ১০টি উপজেলা এবং একটি পৌরসভা মিলে এক হাজার ২৭২টি কেন্দ্র থেকে এ টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এতে স্বাস্থ্য বিভাগের দুই হাজার ৫৪৪ জন কর্মী টিকা কার্যক্রম কর্মসূচি পরিচালনা করছেন। কর্তৃপক্ষ বলছেন, রাঙামাটির অনেক এলাকা দুর্গম রয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে। তাই যথা সময়ে দুর্গম এলাকাগুলোর শিশুদেরকেও সুবিধামতো সময়ে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
চকরিয়া : চকরিয়া প্রতিনিধি জানান, কঙবাজারের চকরিয়ায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন কঙবাজার–১ আসনের সংসদ সদস্য জাফর আলম। গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে এ কার্যক্রমের উদ্বোধনে উপস্থিত ছিলেন এমপির সহধর্মীনি শাহেদা জাফর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ প্রধান ডা. শোভন দত্তসহ সংশ্লিষ্টরা। সকাল ৮টা থেকে শুরু হয় ক্যাপসুল খাওয়ানোর এই ক্যাম্পেইন, চলে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ এবং ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে চলে এই কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য প্রধান ডা. শোভন দত্ত জানান, উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছিল ৯৫ হাজার ক্যাপসুল খাওয়ানোর। তন্মধ্যে ৯২ হাজার বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দের আলোকে দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে।
তিনি আরও জানান, যদি অভিভাবকদের অজান্তে বা দুর্বল প্রচার ব্যবস্থার কারণে কোনো শিশু এই কার্যক্রম থেকে বাদ পড়ে তাহলে নির্দিষ্ট কমিউনিটি ক্লিনিকে যোগাযোগ করা যাবে। সেখানেই বাড়ির কাছের শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে। এজন্য দিক–নির্দেশনা প্রদান করা হয়েছে মাঠের সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের।