ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে রাঙামাটির ৮৫ হাজার শিশু

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

আগামী ১ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাঙামাটির ১০ উপজেলায় ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য বিভাগের। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৭৫ হাজার ৩২৩ এবং ৫ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সোমবার রাঙামাটি জেলা সিভিল সার্জন (সিএস) কার্যালয়ের সম্মেলনে এক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। সভায় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর ১০ উপজেলার মধ্যে লংগদু উপজেলায় ১৫ হাজার ৫শ’, বাঘাইছড়িতে ১৪ হাজার ১২০, বরকলে ৭ হাজার ৮২৯, বিলাইছড়িতে ৪ হাজার ৫শ’, জুরাছড়িতে ৩ হাজার ৯৬, কাপ্তাইয়ে ৭ হাজার ৫৮৬, কাউখালীতে ৮ হাজার ১শ’, নানিয়ারচরে ৫ হাজার ২৩৭, রাজস্থলীতে ৪ হাজার ৮৩০, রাঙামাটি সদর উপজেলায় ৪ হাজার ২৪০ এবং রাঙামাটি পৌরসভা এলাকাতেই ১০ হাজার ৮২২ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে জেলাজুড়ে ১১টি স্থায়ীকেন্দ্র ও ১ হাজার ১৯৬ অতিরিক্ত কেন্দ্রসহ মোট ১ হাজার ২০৭টি কেন্দ্র থাকবে। আবার এসব কেন্দ্রে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন ২ হাজার ৮৪২ জন ভ্যাকসিনেটর। অনুষ্ঠানে রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক সুনীল কান্তি দে। রাঙামাটির ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে বলেন, ‘রাঙামাটিসহ পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, ভিটামিন ও প্রোটিন জাতীয় খাবারের উৎস রয়েছে। তবুও এখানকার শিশুরা ভিটামিন ও প্রোটিনের অভাবে ভুগে। আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রান্তিক এলাকাসহ ক্যাম্পেইন আওতাভুক্ত সকল শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশুদ্ধ আত্মা ও কর্মের পরিশুদ্ধিতার জন্য শরিয়ত-তরিক্বত চর্চা জরুরি
পরবর্তী নিবন্ধওমরগণি এম ই এস কলেজে স্নাতক (সম্মান) কোর্সের ওরিয়েন্টেশন