ভিক্ষুকদের দুরাবস্থা নিরসনে রাউজানে আলোচনা সভা

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ভিক্ষুকদের দূরাবস্থা নিরসনে কমিউনিটি নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, কমিউনিটি নেতাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে নিজেদের এলাকার অসচ্ছল মানুষের প্রতি। এই দায়বদ্ধ কথা ধর্মীয়ভাবে স্বীকৃত। আমরা যদি নিজ নিজ এলাকায় এই মনোভাব নিয়ে কাজ করি তাহলে কোনো এলাকায় ভিক্ষুক দেখা যাবে না।

রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৩ মার্চ উপজেলা কনফারেন্স রুমে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যাজাই মারমা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক ফরিদুল আলম। অন্যান্যদের মাঝে আলোচনায় অংশগ্রহন করেন নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন আল কাদেরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজেলা পূজা পরিষদের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধসিইউএসডির থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠান