শহরাঞ্চলে যানজট নতুন কিছু নয়। মাত্রাতিরিক্ত যানজট নগরবাসীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলছে, সেই সঙ্গে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এছাড়া বর্তমানে জনদুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে ভিআইপি রাজত্ব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে প্রতিদিন আসছে বিদেশি রাষ্ট্রীয় অতিথি এসব বিদেশি অতিথিদের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। আর তাতেই সীমাহীন দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। মানবজীবনে কঠিন প্রভাব ফেলছে ভিআইপি বিড়ম্বনা।ঘন্টার পর ঘন্টা তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের জনজীবন। রাস্তাঘাট বন্ধ ও তীব্র যানজটের ফলে সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।শুধু রাস্তাঘাটই নয়, ভিআইপি নিরাপত্তার স্বার্থে ফুটপাত ও ওভারব্রীজ চলাচল ও বন্ধ করে দেয়া হয়। ভিআইপি চলাচলের ক্ষেত্রে সড়কে অ্যাম্বুলেন্সও যেতে দেয়া হয় না। অ্যাম্বুলেন্স এ অনেক মুমূর্ষু রোগী থাকলেও যেন ভিআইপি চলাচলের ঊর্ধ্বে নয়। সমপ্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি বারবার চোখের সামনে আসছে। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ভিআইপির আগমনের কবলে। বন্ধ করে দেয়া সড়কে অ্যাম্বুলেন্স ও আটকে আছে। এভাবে প্রতিদিন সড়কে দীর্ঘ হচ্ছে ভিআইপি ভোগান্তি। শুধু তাই নয়,ভিআইপি চলাচলে রাস্তা বন্ধ হওয়ার ফলে কোথাও অগ্নি দুর্ঘটনা ঘটলেও অনেক সময় ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত পৌঁছাতে পারে না। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটতে পারে। সড়কে এখন সবচেয়ে বড় ভোগান্তি ভিআইপি সংস্কৃতি। আমাদের দেশে দ্রুত আ্যম্বুলেন্স চলাচল ও বিভিন্ন জরুরি সেবাদানকারী যানবাহন চলাচলের জন্য নেই বিশেষ কোন লেন। ফলে জনদুর্ভোগ থামছে না।ভিআইপিদের জন্য বিশেষ সুবিধা থাকলেও জনসাধারণের ভোগান্তি যাতে না হয় সে ব্যাপারে মনোযোগী হতে হবে। ভিআইপিদের চলাচল নিয়ন্ত্রিত রেখে সাধারণ মানুষের যাতায়াত ও যেকোনো জরুরি সেবাদানকারী যানবাহনকে যে-কোনো পরিস্থিতিতেই সর্বোচ্চ প্রাধান্য দেয়া উচিত। ভিআইপি চলাচলের ক্ষেত্রে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে বিপাকে ফেলার সংস্কৃতি দূর করতে হবে। ভিআইপি ভোগান্তি কমাতে তাই সর্বপ্রথম সুস্পষ্ট নীতিমালা গঠন করা প্রয়োজন। কারা ভিআইপি সুবিধা পাবে সেটি আইন করে নির্ধারণ করতে হবে। প্রয়োজনে ভিআইপি বিড়ম্বনা এড়াতে সরকার কর্তৃক বিশেষ পদক্ষেপ গ্রহণ জরুরি। ভিআইপি চলাচল, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স জন্য সড়কে আলাদা সার্ভিস লেন তৈরি করলে জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
আরিফুল ইসলাম শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, চট্টগ্রাম