হেফাজত ইসলামের নেতাদের বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা নিয়ে উত্তাপের মধ্যে দেশের কওমি মাদ্রাসাগুলোর শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল সোমবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। খবর বিডিনিউজের।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানাবেন। কী নিয়ে আলোচনা হয়েছে-জানতে চাইলে তিনি বলেন, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও ভাস্কর্য নিয়ে আলোচনা হয়েছে।