ভাসানচর অভিমুখে আরো ৪ শতাধিক রোহিঙ্গা পরিবার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১২:৫৭ অপরাহ্ণ

৪ শতাধিক পরিবারের প্রায় দুহাজার রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার জন্য চট্টগ্রাম অভিমুখে রওনা হয়েছে। বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) হিসেবে এরা কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এদেরকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট সেন্টারে রাখা হয়। সেখান থেকে আজ বুধবার সকাল ৯ টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে গাড়ি যোগে প্রথমে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১ তম দফায় ৪০০ পরিবারের দেড় হাজার থেকে দুহাজার রোহিঙ্গাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরের কয়েকজন মাঝির সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ সরকারের উদ্যোগে ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ায় স্বেচ্ছায় যেতে আগ্রহী বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাদের তালিকা প্রণয়ন করে নিয়ে যাওয়া হচ্ছে।

অন্যান্য দফায়ও স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে ভাসানচরে। সেখানকার থাকা খাওয়ার পরিবেশের কথা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রিত রোহিঙ্গাদের জানালে তারাও যেতে আগ্রহ প্রকাশ করে।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ধলো হোসেন বলেন, থাইংখালী ১৩ নং ক্যাম্প থেকে সকালে নিজ ইচ্ছাতে শত শত নারী পুরুষ ও শিশু ভাসান চরে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে। সাধারণ রোহিঙ্গারা আগ্রহ প্রকাশ করে বলেন, আমরা নিজেদের ইচ্ছায় ভাসানচর যেতে রাজি হয়েছি। আমাদের আত্নীয় স্বজনরা ভাসানচরে নিরাপদে বসবাস করছে বলে জানানোর পর আগ্রহ প্রকাশ করি।

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল সংস্থার এক কর্মকর্তা জানান, আজ বুধবার সবকিছু ঠিকঠাক থাকলে সকাল থেকে বিকাল পর্যন্ত ৪শ পরিবারের দেড় থেকে দুই হাজারের মতো রোহিঙ্গাকে ভাসানচরের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তার আগে উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের রাখা হয়েছে। সেখান থেকে সকাল থেকে গাড়ি যোগে স্থানান্তর শুরু হয়েছে।

এদিকে উখিয়াস্হ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মো নাইমুল হক ভাসানচর অভিমূখে রোহিঙ্গা পরিবারের সদস্যরা রওয়ানা দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরক্তিমের চিকিৎসা নিশ্চিতসহ পরিবারকে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার