ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়াটেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে ২৪ দফায় আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে। গতকাল সোমবার মধ্যরাতে উখিয়া থেকে এসব রোহিঙ্গাকে বহনকারী বাস চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে। সেখানে আসা রোহিঙ্গাদের নিবন্ধন করেন শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।

তিনি বলেন, এবার ২৪ তম দফায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫শ থেকে ৬ শত জন হতে পারে। সোমবার মধ্যরাতেই বাস যোগে এসব রোহিঙ্গাকে উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার (আজ) সকালে চট্টগ্রামের পতেঙ্গা পৌঁছার পর জাহাজ যোগে এসব রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে জানান, অতিরিক্ত শরণার্থী কমিশনার মোহাম্মদ সামছুদৌজা।

পূর্ববর্তী নিবন্ধদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস
পরবর্তী নিবন্ধথানা ভিত্তিক আইনশৃঙ্খলা কমিটিতে সংযুক্ত করার আহ্বান