ভাসানচরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

মৃতের সংখ্যা দাঁড়াল ৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সাড়ে ৫ বছর বয়সী শিশু সোহেলও মারা গেছে। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সন্ধ্যায় রবি আলম (), একইদিন ভোরে মোবাশ্বেরা () ও গত শনিবার সন্ধ্যায় তিন বছর বয়সী রাসেল মারা যায়।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সোহেল মারা যায়। এর আগে দগ্ধ আরো তিন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি সকাল সোয়া ৮টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে শিশুসহ সাতজন আহত হয়।

পূর্ববর্তী নিবন্ধবরখাস্ত ডিআইজি মিজানের ১৪ বছরের দণ্ড হাইকোর্টে বহাল
পরবর্তী নিবন্ধরাত হলেই শুরু হয় কৃষিজমির মাটি ও হালদার পাড় কাটা