সীতাকুণ্ডস্থ মাতৃভূমি সামাজিক সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে স্মরণে আয়োজিত ভাষা শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গত ১৪ ফেব্রুয়ারি রাতে এভারগ্রীণ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। সমাজ উন্নয়ন সংগঠক শাহ সুলতান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, মুহাম্মদ খালেদ মোশাররফ, নেপাল কৃষ্ণ ভট্টাচার্য, আতাউল হাকিম আরিফ, আজমল হোসেন হিরো, শামীমা আক্তার লাভলী, শিপলু দাস, রকি দাশ, দ্বীপ ধুম শুভ, সজল দাশ, শুভ, ফরহাদ ও সৈকত। পরে প্রধান অতিথি ভাষা শহীদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর বিজয়ী দীপু ও রাজেশ জুটির হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।