ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আজাদী ডেস্ক | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

যথাযোগ্য চট্টগ্রাম শহর ও জেলা-উপজেলায় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বিএইচবিএফসি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। দিবসের সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের শ্রদ্ধার্থে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। অতঃপর বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গণে নিজস্ব শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কেন্দ্রে দিবসটির তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি পরিচালনা পর্ষদ চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন পর্ষদের পক্ষে এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বিএইচবিএফসির পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নাজিম উদ্দিন, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, আশীষ রায় চৌধুরী, নূর উদ্দীন আহমদ, লায়ন জিকে লালা, মাইনুল হাসান প্রমুখ।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় : অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক ঘরোয়া আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সীমিত সংখ্যক শিক্ষার্থী এবং সকল শিক্ষকবৃন্দ প্রভাত ফেরীতে অংশ নেয় এবং বিদ্যালয়ের অস্থায়ী শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষক দীপ্তি সেন গুপ্তা, সহকারী শিক্ষক কবিতা চৌধুরী, শ্বেতা চৌধুরী, নাহিদা আফরোজ এবং ফারহানা আকতার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুলতানা ইয়াসমিন।
শব্দনোঙর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গান, আবৃত্তি, কথামালায় জমজমাট ছিল সিআরবি প্রাঙ্গণ। শব্দনোঙর আবৃত্তি সংগঠনের আয়োাজনে একুশ আমার অহংকার শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক, সংগঠনের সভাপতি হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে অতিথি ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রামের মহাসচিব আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক কমিশনার আলহাজ্ব হাবিবুর রহমান, সাংবাদিক সারোয়ার আমিন বাবু। শব্দনোঙর উচ্চারণ স্কুলের পরিচালক আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান চৌধুরী, আ ন ম আব্দুস শাকুর, আবুবকর সিদ্দিকী, জসিম চৌধুরী বাবুল, বেলায়েত হোসেন, নুরুল কবির, কাঞ্চন মহাজন, মাহতাব উদ্দিন চৌধুরী, আবসার উদ্দিন অলি।
চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব মো. দিদারুল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মোহাম্মদ আতাউর রহমান, জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য জাফর আহমেদ, শওকত আলম শওকত, আ ম ম দিলসাদ, এডভোকেট উম্মে হাবিবাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারী, জনস্বাস্থ্য (পাবলিক হেলথ) বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ, স্থাপত্য বিভাগ, তড়িৎ প্রকৌশল বিভাগ, অর্থনীতি বিভাগ, আইন বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ব্যবসা-প্রশাসন বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পুলা)-এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়া আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির ও মাস্টার রিটন নাথের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, শহিদুল আলী মঞ্জু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী প্রমুখ।
মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন : মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এম মনজুর আলম। উপস্থিত ছিলেন, উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজি মাহবুবুর রহমান, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ প্রমুখ।
ফিনল্যান্ডের হেলসিংকি : শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদের স্মরণের মধ্যে দিয়ে ফিনল্যান্ডে উদযাপিত হলো মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশটির বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির অস্থায়ী বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। দিবসের দ্বিপ্রহরে ছিল কোনতুলা আর্ট স্কুলের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী। উক্ত আয়োজনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফিনিশ পার্লামেন্টের সদস্য আত্তে কালেভা। আরো বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি ব্যাক্তিত্ব মাহমুদুল হাসান চৌধুরী রাসেল, জামসেদ হায়দার সিদ্দিকী এবং অনুরূপ টিটু।
সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমিতি : সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমিতির উদ্যোগে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নতুন ফিশারীঘাটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক (বাবুল সরকার)। সভায় সভাপতিত্ব করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক কাউসারুজ্জামান। সঞ্চালনা করেন সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের পরিচালক হাফেজ মোহাম্মদ ইসমাঈল।
গাউসিয়া কমিটি বড় পুকুর পাড় শাখা : গাউসিয়া কমিটি বাংলাদেশ হালিশহর থানা আওতাধীন ২৫নং রামপুর ওয়ার্ডের অন্তর্গত বড় পুকুর পাড় শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ হালিশহর রামপুর বড় পুকুর পাড় শাখার প্রধান উপদেষ্টা রোকশেদ খান। এতে বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়পুকুর পাড় শাখার উপদেষ্টা সদস্য সিরাজুল হক, নাছির উদ্দিন, মো. শওকত, আসলাম হোসেন, মো. আবছার, ইলিয়াস, বাবুল হক, মোজামেল হক প্রমুখ। সভাপতিত্ব করেন বড়পুকুর পাড় শাখার সভাপতি জাহেদ হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সুমান।
ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ : কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসলাম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি ডা. মো. আরিফুল আমীন। বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, বাবু কান্ত লাল দাশ, বদিউল আলম প্রমুখ। এতে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মি. স্বপন কুমার নাথ, ইংরেজী বিভাগের সহাকারী অধ্যাপক মি. মনোজ কুমার দেব, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল মোহছেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আমির হোসেন প্রমুখ।
১২নং মধ্যম সরাইপাড়া: ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে ১২নং মধ্যম সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনারে ইউনিট সভাপতি মোঃ মনসুরুল হকের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনসুরুল হক মনসুর, মোঃ সাইফুল হাবিব, জাহাঙ্গীর বেগ, নুরুল আজিম,বাবুল, গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল হান্নান (কাজল) এমরান হোসেন, সাইফুল ইসলাম, এমরান হোসেন, কিরন, আজাদ, জসিম, সিরাজ, তুহিন প্রমূখ।
সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিটিবি ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ জেচিন্তা ডায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। শিক্ষিকা সংগীতা চক্রবত্তী ও লাভলী তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ন চন্দ্র মজুমদার, রতন কান্তি দে। উপস্থিত ছিলেন শক্ষিকা সংগীতা চক্রবর্ত্তী ও সুমি দত্ত, শিক্ষার্থী আদৃতা মল্লিক, অরিজিৎ পাল অভ্র, সৃজিত মজুমদার, উম্মে রাহিন তুরিন, জান্নাতুল আধান, অরিন চৌধুরী, সৃজিতা মল্লিক, সুদিপ্তা চক্রবত্তী, সাবরিনা, প্রিয়ম চৌধুরী পিকু, অনন্যা ঘোষ, মিতু চৌধুরী পিউ, প্রাচী দাশ।

পূর্ববর্তী নিবন্ধমহামুনিতে মা ও শিশু হাসপাতাল হবে
পরবর্তী নিবন্ধশাহ আমানত সেতুতে বসেছে গতিরোধক