ভাষা ও সাহিত্য চর্চার জন্য কোনো নির্দিষ্ট গণ্ডি থাকে না : অনুপম সেন

‘চবির ৫০ বছর : শিক্ষার্থীদের সাহিত্যচর্চা’ গ্রন্থের প্রকাশনা উৎসব

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ভাষা ও সাহিত্য চর্চার জন্য কোনো নির্দিষ্ট গণ্ডি থাকে না। যে কোনো মানুষ যে কোনো ভাষা আয়ত্ত করতে পারেন। যে কোনো মানুষ সাহিত্যের চর্চা করতে পারেন। ড. অনুপম সেন গত ২৯ জুলাই চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে প্রাবন্ধিক অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তীর প্রবন্ধগ্রন্থ ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর : শিক্ষার্থীদের সাহিত্যচর্চা’র প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, গ্রন্থটিতে চবি শিক্ষার্থীদের সাহিত্যচর্চার একটি চিত্র ফুটে উঠেছে। বিষয়টি এমন, যেটা নিয়ে আরো অনেক কাজ করা যায়। লেখক সূচনা করেছেন, আগামীতে আরো সমৃদ্ধ করতে পারবেন। খসড়া দাঁড় করা কঠিন কাজ। এই কঠিন কাজটি সম্পন্ন করেছেন তিনি। সাহিত্যিক সাংবাদিক রাশেদ রউফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত। আলোচনায় অংশ নেন চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মনজুরুল কিবরীয়া ও প্রাবন্ধিক অধ্যাপক ড. শ্যামল কান্তি দত্ত। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো সেকান্দার চৌধুরী, প্রফেসর ড. গনেশ চন্দ্র রায়, প্রফেসর ড. উদিতি দাশ সোমা, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, অধ্যাপক বিচিত্রা সেন, অধ্যাপক পিংকু দাশ, ব্যাংকার মানসী দত্ত, কবি লিপি বড়ুয়া, গল্পকার সুমি দাশ, সৈয়দা সেলিমা আক্তার, সুবর্ণা দাশ মুনমুন, মুহম্মদ মহসীন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি আজ চট্টগ্রামে সমাবেশ
পরবর্তী নিবন্ধমাদকের অপব্যবহার ও পাচার রোধে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান