ভাষা আন্দোলনে চট্টগ্রামের যেসব ব্যক্তিবর্গ অবদান রেখেছেন তাদের কীর্তিগাঁথা নিয়ে একটি স্মরণিকা প্রকাশ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ গতকাল বৃহস্পতিবার দুপুরে বাটালি হিলস্থ অস্থায়ী নগর ভবনের মেয়র দপ্তরে সাক্ষাত করতে এলে তিনি এ কথা বলেন। সৌজন্য সাক্ষাতকালে মেয়র বলেন, বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা যুদ্ধসহ সকল রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে চট্টগ্রাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি বলেন, চট্টগ্রামে যেসব ব্যক্তিবর্গ আন্দোলন সংগ্রামে নানাভাবে অবদান রেখেছেন, তাদের সম্মানে এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে ধারণা দেয়ার জন্য চসিক ঐসব ব্যক্তিদের স্মরণে ইতিহাস সম্বলিত নামফলক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে স্বাধীনতার প্রথম ঘোষণাকারী মরহুম এম এ হান্নানসহ অনেকের নামফলক স্থাপন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ এর রচয়িতা কবি মাহাবুবুল আলম চৌধুরীর নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরির নাম নামকরণের প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসায় সন্তোষ প্রকাশ করে বলেন, মাহাবুবুল আলম চৌধুরীর নামফলকটি স্থাপন করার সময় চট্টগ্রামের লেখক, কবি সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানিয়ে বড় ধরনের একটি অনুষ্ঠান করার চিন্তা ভাবনা রয়েছে।
এড. রানাদাশ গুপ্ত বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহ আলম কবির, মাহাবুবুল আলম চৌধুরীর ভাষা আন্দোলনের অবদান ও আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা যে জায়গায় অবস্থান করে অবদান রেখেছেন তাদের ইতিহাস-সম্বলিত স্মৃতিস্তম্ভ করার চসিকের উদ্যোগকে স্বাগত জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমলেন্দু সরকার, পিনাকি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।