ভাষার জন্য প্রাণ অনিমেষ মজুমদার (৩১,৫৫৫) | বুধবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ ফেব্রুয়ারিতে প্রাণ দিয়েছে ভাষার জন্য ভাইয়েরা যেন বাংলায় কথা বলে আমাদের ঘরের মায়েরা। পৃথিবীতে বিরল নজির স্থাপন করেছে বাঙালি সবাই বলে–সাবাস্ ভাই রক্তে রাজপথ রাঙালি।