ভাষার গান, ভাষার কবিতা

একুশের গান কবিতায় তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজন

| বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ পথচলার ১৮ বছরে পদার্পণ করছে। এ উপলক্ষে সংগঠনটি আয়োজন করেছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো অনুষ্ঠানমালার দ্বিতীয় নিবেদন একুশের গান ও কবিতা নিয়ে ‘ভাষার গান, ভাষার কবিতা’।

গতকাল সন্ধ্যা ৬টায় আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় ও তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত এবং নাট্যজন শুভ্রা বিশ্বাস। তারুণ্যের উচ্ছ্বাসের ১৮ বছরের এ দীর্ঘ যাত্রাপথে সংগঠনকে এগিয়ে নিতে পাশে থেকে ভূমিকা রাখায় অনুষ্ঠানে লেখক ও সাংবাদিক ঋত্বিক নয়নকে সুহৃদ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ভাষার গান পরিবেশন করেন শিল্পী রুবেল চৌধুরী, অনামিকা চৌধুরী, আনিকা চৌধুরী ও স্বপ্নিল বড়ুয়া। ভাষার কবিতা আবৃত্তি করেনইভা চৌধুরী, পায়েল বিশ্বাস, সুস্মিতা দাশ, মুফরাত হোসেব, নিলয় পাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ২৯তম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ পর্বে অতিথিরা কর্মশালার প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন। এ পর্বে আফম মোদাচ্ছের আলীর রচনায় ও সাফা মারওয়ার নির্দেশনায় ‘রাষ্ট্রভাষা বাংলা’ শিরোনামের বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিশু বিভাগ। ‘একুশের গান’ শিরোনামে আব্দুল গাফফার চৌধুরীর রচনায় ও সুস্মিতা দত্তের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে বড়দের বিভাগ। এ সময় একক আবৃত্তি করেন আদিত্য গুপ্তকুঞ্জ, তৃষা সুত্রধর, মৌসুমীবাক্তার, তানজিদা ওসমান, শর্মিলি বণিক, পিংকি কর, অরিন চৌধুরী, বিবি মরিয়ম, মেরিনা সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জয় বাংলা কনসার্ট হবে ৭ মার্চ
পরবর্তী নিবন্ধশেষ হলো তিনদিনব্যাপী ৫ম আইটি ফেয়ার