চবি বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, প্রাবন্ধিক ও একুশে পদকপ্রাপ্ত ভাষাবিদ ড. মাহবুবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার চট্টগ্রামের লালখান বাজার এলাকার বাঘঘোনা এলাকার মসজিদে ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মাহবুবুল হক শিক্ষকতার পাশাপাশি প্রবন্ধ রচনা, ফোকলোর চর্চা, গবেষণা, অনুবাদ, অভিধান, সম্পাদনা ও পাঠ্যবই রচনার জন্য দেশে–বিদেশে পরিচিতি লাভ করেছিলেন।
১৯৪৮ সালের ৩ নভেম্বর তিনি ফরিদপুর জেলার মধুখালীতে জন্মগ্রহণ করেন। তবে শৈশব থেকে তিনি চট্টগ্রামেই ছিলেন। তিনি ১৯৬৯ সালে চবির বাংলা বিভাগ থেকে স্নাতক ও একই বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতকোত্তর পাস করেন। পরে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ, ভারত ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে তাঁর লেখা ৪০টির বেশি বই প্রকাশিত হয়েছে। প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৯ সালে ভাষা ও সাহিত্যে একুশে পদক, ২০১৬ সালে রশিদ আল ফারুকী পদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।