ভাষাগত সমস্যায় বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ণ

সংবাদ সম্মেলনে প্রায় প্রতিটি প্রশ্ন বুঝতেই সমস্যা হলো আন্দ্রে অ্যাডামসের। বারবার তিনি সাহায্য খুঁজলেন পাশে বসা ম্যানেজার নাফিস ইকবালের কাছে। একবার স্বীকারই করে নিলেন আমার শোনায় একটু সমস্যা আছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। ডোনাল্ডের ওই সাফল্যের উত্তরাধিকার হিসেবে এসেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামস। এখন তাসকিন আহমেদশরিফুল ইসলামদের দায়িত্ব তার কাঁধে। কোচ হওয়ার পর কী ধরনের প্রশ্ন শুনছেন পেসারদের কাছ থেকে? এমন প্রশ্নের জবাবে এডামস বলেন আমার কাজ হচ্ছে পেসারদের উন্নতি করানো। কঠিন ব্যাপার হচ্ছে সবসময়ই খেলা থাকে। আপনাকে খেলার মধ্যেই উন্নতি করতে হবে। ভাষাগত বাধা আছে, এটা কাটাতে হবে। আমি যা দেখি আর ছেলেরা যা বোঝে; সবসময় তা একই হবে এমন নয়। আমি তাদের ওপর বাড়তি কিছু চাপিয়ে না দেওয়ার ব্যাপারে সতর্ক আছি। তারা এই পর্যায় অবধি এসেছে নির্দিষ্ট কিছু কাজ করে। আমার উদ্দেশ্য হচ্ছে তারা কীভাবে কাজ করে সেটা বুঝতে পারা। আমার কাজের অংশ হচ্ছে উন্নতি। গত কয়েক বছর ধরে বেশ আশা জাগানিয়া ছিল পেসারদের পারফরম্যান্স। উন্নতির দিকে থাকা একটা দলের দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন আমি খুব রোমাঞ্চিত। আপনি যখন খালেদের কথা চিন্তা করেন, সাকিব যে ওয়ানডেতে দারুণ বল করে ইনজুরিতে পড়েছে। আমার মনে হয় তাদের মধ্যে শেখার ও ভালো করার আগ্রহ আছে। আমি যা পেয়েছি, তা নিয়ে খুশি।

পূর্ববর্তী নিবন্ধসিলেট টেস্টে পেসার নাহিদ রানার রঙিন অভিষেক
পরবর্তী নিবন্ধএমন হার মানতে পারছেন না বাংলাদেশ কোচ