চট্টগ্রাম রেঞ্জের উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেছেন, আমাদের অনেক ব্যর্থতা, সীমাবদ্ধতা রয়েছে। তবুও পুলিশ ছাড়া সমাজে শান্তি–শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়–এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অতীতে পুলিশের অনেক দুর্বলতা ছিল। যার কারণে আমাদের অনেক সদস্য প্রাণ হারিয়েছে, যা আমাদের ব্যথিত করে। ডিআইজি বলেন, শুধু ভালো পুলিশ চাই বললে হবে না, আপনাকে ভালো পুলিশ বানাতে ভালো ভূমিকা রাখতে হবে। আপনাদের সহযোগিতার মনোভাবই পুলিশকে ভালো পুলিশ হতে সহায়ক হবে।
গতকাল রোববার দুপুরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড়স্থ পটিয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত নাগরিক কমিটির সভায় তিনি এ কথা করেন। তিনি আরোও বলেন, আন্দোলনের সময় বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক অস্ত্রধারীরা ছাত্র–জনতার ওপর গুলি চালিয়েছে। এসব অস্ত্র–গুলি উদ্ধার করতে পুলিশকে সহায়তা করতে অনুরোধ জানিয়ে ডিআইজি বলেন, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়, কাদের কাছে অস্ত্র রয়েছে তাদের প্রকৃত তথ্য আপনারা আমাদেরকে দেন। আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে এসব অস্ত্র উদ্ধার করব।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।