ভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই

আইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

আইআইইউসির ব্যবসা প্রশাসন বিভাগের এমবিএ ও এমবিএম প্রোগ্রামের অটাম ২৩ ও স্প্রিং ২৪ সেশনের ওরিয়েন্টেশন গত ২ জুন নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তিনি বলেন, আইআইইউসির একটি অন্যতম বিভাগ হচ্ছে এই ব্যবসা প্রশাসন বিভাগ। ব্যবসা প্রশাসন বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে বিদেশে ভালো করছে, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। তিনি বলেন,ভালো পড়ালেখার জন্য গবেষণার বিকল্প নেই। ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, জীবনে বড় হতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমই তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেবে। সম্মানিত অতিথি ছিলেন ব্যবসায়ী মো রাকিবুর রহমান। তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও ফিনেন্স কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, উপউপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মো. মাহি উদ্দিন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডীন প্রফেসর ড. আক্তারুজ্জামান খান, রেজিস্ট্রার আ ফ ম আখতারুজ্জামান কায়সার। স্বাগত বক্তব্য রাখেন এমবিএ এমবিএম প্রোগ্রামের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. জুনাইদ কবির।উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহিদ হোসেন সিকদার, সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশনের ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. নাজমুল হক নদভী, একাউন্টস এন্ড ফিনেন্স ডিভিশনের ডিরেক্টর প্রফেসর আফজাল আহমেদ। বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম শাহাবুদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন। এতে দুই শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ের সড়কে প্রাণ ঝরলো সন্দ্বীপ প্রবাসীর
পরবর্তী নিবন্ধশ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে : শ্রম প্রতিমন্ত্রী