‘ভালো’ ঘুমই এসেছে তার

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ঘুমের ওষুধ খেয়ে মারা গেছে এক স্কুলছাত্রী। পৌরসভার ৬ নং ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। সে ৮টি ঘুমের ওষুধ খেয়েছে বলে জানা গেছে। নিহত কিশোরী রাহনুমা খাতুন (১২) মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। রাহনুমার চাচা এয়াকুব আলী ভূঞা জানান, গতকাল শনিবার দুপুরে মা পান্না আক্তারের (৪৫) মাথাব্যথা করছিল। তাই একটি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যান। এ সময় মেয়ে রাহনুমা মাকে জানায়, তারও শরীর খারাপ লাগছে। মা বলেন, টেবিলে ওষধ আছে, খেয়ে নে।
মায়ের কথা শুনে ভালোভাবে ঘুম আসার জন্য আটটি ট্যাবলেট একসাথে খেয়ে শুয়ে পড়ে রাহনুমা। সন্ধ্যা পেরিয়ে যায়। মেয়ে ঘুম ভাঙে না। ডাকতে গিয়ে মা দেখেন মেয়ের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তাকে দ্রুত স্থানীয় মাতৃকা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জামাল উদ্দিন লিটন বলেন, সচেনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটল।

পূর্ববর্তী নিবন্ধএকটি চিঠি যেভাবে রক্ষা করল চার কিশোরীকে
পরবর্তী নিবন্ধনগর ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ সকল ইউনিট কমিটি বিলুপ্ত