ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময়ে ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা পলি। শুরুটা হয়েছিল নায়ক মান্নার বিপরীতে। ফায়ার নামে সেই ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে হাজির হন তিনি। খুব অল্প সময়েই সবার নজরে আসেন পলি। তখনকার সময়ের এই সেনসেশনাল নায়িকার হাতে একের পর এক ছবি আসতে থাকে। ক্যারিয়ার জুড়ে ১১৩ টি ছবিতে অভিনয় করেছেন পলি। যার বেশির ভাগ ছবি ব্যবসা সফল। তার চাহিদা এতোটাই ছিল যে এক মাসে ৩৬ টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি।
সাহসী দৃশ্যে অভিনয় করে সব সময় বিতর্কে থাকা পলি একসঙ্গে এতো ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এক রেকর্ড গড়েন। অশ্লীল ছবির নায়িকা হিসেবে বার বার তাকে অবহিত করা হলেও দর্শকের কাছে সব সময়ই কাঙ্ক্ষিত নায়িকা ছিলেন পলি।
ইন্ডাস্ট্রির অশ্লীলতার যুগেই নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেন পপি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষদের সঙ্গে এখনও তার যোগাযোগ রয়েছে বলে জানা যায়। চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গে পলির ভাষ্য, কোনো নির্মাতা যদি আমাকে নিয়ে কোনো গল্প ভাবেন আর সেটি পছন্দ হলে আমিও কাজ করবো।