ভালো খেলার লক্ষ্যে চট্টগ্রাম জেলা দলের অনুশীলন শুরু

শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভাল খেলার প্রত্যয় চট্টগ্রাম জেলা দলের। আর সে লক্ষ্যে দলটি অনুশীলন শুরু করেছে। এই টুর্নামেন্টটি হচ্ছে অনূর্ধ্ব২০ বছর বয়সী ফুটবলারদের নিয়ে। এরই মধ্যে দল গঠন করা হয়েছে। গত মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্টানিকভাবে দলের অনুশীলন উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। তিনি বলেন আমাদেরকে জয়ের মানসিকতার চাইতে ভাল খেলার মানসিকতা গড়ে তুলতে হবে। দলের জন্য সবাই এক হয়ে ভাল খেললে জয় এমনিতেই আসবে। তাই খেলোয়াড়দেরকে সবার আগে শৃংখলা মেনে খেলতে হবে। দলের প্রতি দরদ থাকতে হবে। তবেই সাফল্য আসবে। সিজেকেএস ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন শামীম, যুগ্মসম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ..ম ওয়াহিদ দুলাল, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, রায়হান উদ্দীন রুবেল, সরওয়ার আলম চৌধুরী মনি, কাজী জসিম উদ্দীন, জেলা দলের দলনেতা সৈয়দ মোহাম্মদ তানসীর, ম্যানেজার সাইফুল আলম খান, প্রশিক্ষক মো. শামসুদ্দীন, সহকারী প্রশিক্ষক নেজামত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল চেয়ারম্যান কাপ স্নুকার ও পুল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা