ভালো কিছু ঘটতে পারে : ট্রাম্প

ইউক্রেন শান্তি আলোচনা ভূমি ছেড়ে দেওয়া নিয়ে সতর্কবার্তা জেলেনস্কির

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে যে আলোচনা শুরু হয়েছে, সেটির মাধ্যমে ভালো কিছু ঘটতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় শান্তি আলোচনা প্রসঙ্গে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় বড় অগ্রগতি কি সত্যিই সম্ভব? না দেখা পর্যন্ত হয়তো বিশ্বাস করবেন না, তবে ভালো কিছু ঘটতে পারে।’ খবর বিবিসি বাংলার।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে এ আলোচনা হয়। শান্তি আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে জানিয়েছেন উভয় পক্ষের কর্মকর্তারা।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দখলকৃত ভূখণ্ড রাশিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়ে যা বলা হয়েছে, সেটিই মার্কিনসমর্থিত শান্তি পরিকল্পনার ‘প্রধান সমস্যা’। নিজের পক্ষে যুক্তি তুলে ধরে জেলেনস্কি আরও বলেন, বলপ্রয়োগের মাধ্যমে ইউক্রনের যেসব ভূমি রাশিয়া ইতোমধ্যে দখল করে নিয়েছে, আনুষ্ঠানিকভাবে সেটি তাদেরকে ভোগদখলের অনুমতি দেওয়া বিশ্বে একটি বিপজ্জনক ঘটনার নজির স্থাপন করবে।

উল্লেখ্য, মার্কিন শান্তি পরিকল্পনার খসড়ায় খেরসন এবং জাপোরিঝিয়ায় ফ্রন্ট লাইন স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার ফলে মস্কোকে ওই অঞ্চলের বিশাল এলাকার নিয়ন্ত্রণ দেওয়া হবে বলে মনে করছে ইউক্রেন। শান্তি পরিকল্পনার খসড়ায় আরও বলা হয়েছে, কিয়েভের উচিত পূর্ব ডনবাস অঞ্চলের এলাকাগুলো, যা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে, সেটির নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা। এটিও ইউক্রেনের জন্য বড় উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন জেলেনস্কি। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মার্কিন সরকারের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাগত জানিয়েছেন। তবে জেনেভা আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নেননি। ক্রেমলিন জানিয়েছে, আলোচনাটির দিকে তাদের নজর ছিল। তবে সেটার ফলাফল সম্পর্কে তারা এখনও কোনও তথ্য পাননি।

পূর্ববর্তী নিবন্ধবৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
পরবর্তী নিবন্ধনুরজাহান তালুকদার