ভালোলাগা আর ভালোবাসা দুটি শব্দ চারটি অক্ষরের। কিন্তু পার্থক্যটা অনেক বড়। ভালোলাগা মানুষের জীবনে অনেক আসে কিন্তু ভালোবাসার মানুষ খুবই কম আসে প্রায় প্রতিটা মানুষ ভুল করে ভালোলাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা বুঝতে। যার কারণে ভালোলাগাকে ভুল করে নাম দিয়ে দে ভালোবাসা। প্রতিটা মানুষের প্রতি কম বেশি ভালোলাগা থাকতেই পারে। কারণ ভালোলাগা না থাকলে কারো প্রতি জানার আগ্রহ থাকে না। ভালোলাগা থেকে তৈরি হয় জানার আগ্রহ। আর অন্যদিকে ভালোবাসা এক অন্য রকম অনুভূতি যা বলা যায় না শুধু অনুভব করা যায়। অনুভব করা-ও অনেক কঠিন।
সবাইকে ভালোলাগা যায় কিন্তু ভালোবাসা যায় না। ভালোবাসা একটি গতিশীল প্রক্রিয়া যা আসে হৃদয়ের অনুভূতি থেকে। যার মধ্যে থাকে সততা, বিশ্বাস, সম্মান, শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ। আবার ভালোবাসার মধ্যে অনেক রকম ভালোবাসা আছে। ভালোবাসা কত প্রকার তার সঠিক সংজ্ঞা আজ পযন্ত কেউ দিতে পারে নি। তবে ভালোবাসা হতে পারে মা বাবার প্রতি, হতে পারে ভাই -বোন, পাড়া প্রতিবেশী আর প্রেমিক -প্রেমিকার। কিন্তু আমাদের আজকে সমাজে ভালোবাসা বলতে বেশির ভাগ বুঝে প্রেমিক-প্রেমিকার। যার কারণ আমাদের সবসময় কষ্টে ভুগতে হয়।












