আপনাকে ভেবে ভেবে ঘুমহীন রাত,
স্বপ্নে আপনার অপেক্ষা শেষে
শরতের রাঙ্গা প্রভাত;
আপনার অসম্ভব অবজ্ঞা আর
তাচ্ছিল্যের হাসি,
আমি ভালোবাসি।
আপনার মিহি সুরের অপেক্ষা;
দূর থেকে চেয়ে থাকার সুখ আর
কথা না রাখার যে বাহানা;
প্রায় সত্তর থেকে আঁশি,
সে গুলোকেও আমি ভালোবাসি।
ইনিয়ে বিনিয়ে কথা বলার ঢং
নেকামোতে আমায় এড়িয়ে যাওয়া আর
আপনার একশোবার ভালোবাসি না; বলা’কে
আমি প্রচণ্ড ভালোবাসি।