কেউবা যখন আঘাত করে
তখন তুমি হাসবে–
কেউ যদি দেয় দুঃখ ঘৃণা
তবু্ও ভালোবাসবে।
তোমার ভালোবাসা পেয়ে
ওরা কিন্তু নড়বে
বুঝে শুনে হয়তো তারা
সুপথ এসে ধরবে।
ভালোবাসাই হৃদয় গড়ে
আছে অনেক পূণ্য–
মানব হৃদয় রাঙলে পরে
জীবন হবে ধন্য।
কারো কথায় দুঃখ পেলেও
গোপন তাহা রাখবে–
দেখবে শেষে ওরাই আবার
ভালোবাসায় জাগবে।
ভালোবাসা দিতেই থাকো
যেমন আলো সূর্য–
দেখবে হঠাৎ চারিপাশে
বাজছে প্রেম তূর্য।





