ভালোবাসার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন করুন

মহানগরী জামায়াতের শিক্ষা শিবিরে ড. ওবায়েদুল্লাহ

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ।

গতকাল শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর থানার তত্ত্বাবধান জোন৩ শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) মিলনায়তনে অনুষ্ঠিত অগ্রসর কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তত্ত্বাবধান জোন৩ এর পরিচালক ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। দারসুল কোরআন পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের হাদিস বিভাগের প্রফেসর ড. শফিউল আলম ভুঁইয়া। বক্তব্য দেন, জোন৩ এর সহকারী পরিচালক ও নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, উপশহর২ এর নায়েবে আমীর ড. ছাবের আহমদ, কোতোয়ালী থানা জামায়াতের সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, কোতোয়ালী থানা সহকারী সেক্রেটারি আ ন ম জোবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনদন্ডীতে ৬০০ পরিবারে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাম-প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান