ভালোবাসার বিনিময়ে ভালোবাসা

সুমি দাশ

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

সকালের সূর্য টা যখন পূর্ব দিগন্তে আলোর ঝলক দিয়ে উদিত হয়, তখন কামনা করি দিনটা সবার শুভতেই শুরু হোক। সূর্যের আলোর মতোই উদ্ভাসিত হোক সবার দৈনন্দিন পথ চলা। জীবন যদিও সবার জন্য সংগ্রামের। তবুও তার মধ্যে আমরা কিছু স্বপ্ন, কিছু আশা নিয়েই বাঁচি। আর আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের পথে অসংখ্য বাঁধা থাকবেই। আমরা যতই বলি না কেন, নিয়ম করে আসলে কোনো কিছুই হয় না। নিয়ম করে কাউকে ভালোবাসা, কাউকে আগলে রাখা, কাউকে ছেড়ে যাওয়া কোনোটাই হয় না। আমাকে প্রতিনিয়ত টেনে নিয়ে যায় মানুষের ভালোবাসায় অনেকটা কাছে। কিন্তু আমি ভাবতে রাজি নই, ‘আমি তোমার জন্য বেঁচে আছি’। এই বাক্যটি আমার কাছে উন্মাদের প্রলাপ মনে হয়। যদিও আবেগের বশবর্তী হয়ে অনেকে বলে থাকেন।

আমি নিজের জন্য, নিজের সুন্দর চিন্তাচেতনায় দায়িত্ববোধকে সাথে নিয়েই বাঁচতে চাই। জীবন যুদ্ধে একটা মজার ব্যাপার হলো প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয় কখনো ঘটে না। আমরা যখন যা চাই, তখন তা পাই না। আর এই চাওয়া পাওয়ার দ্বন্দ্ব মানব মনে চিরন্তন। তবে চাওয়া পাওয়ার সীমাবদ্ধতা জরুরি। দেখা যায় মুহূর্তেই মানুষের মন পাল্টায়। জীবনে চলার পথে যাকে তুমি বেশি ভালোবাসবে সেই তোমাকে বেশি কষ্ট দেবে। এই ভালোবাসাবাসিতে চাওয়া পাওয়ার দ্বন্দ্ব নিয়ে একটা ঘোরের মধ্যে আমাদের জীবনকে অতিবাহিত করি, যা আমাদের জীবনের আনন্দকে অনিশ্চিত করে তোলে। দেখা যায়, যা কখনো প্রত্যাশা করিনি তাই ঘটে যায়। দেখা যায় আজ আপনি যার মনে জায়গা করে আছেন, কাল হয়তো তার জন্য আপনার মনে জায়গা নাও থাকতে পারে। ভালোবাসা হলো এক প্রকার আবেগের লেনদেন। মনে জায়গা করে নিতে হয়, তাকে গভীরভাবে ভালোবেসে। সত্যিকার ভালোবাসার অনুভূতিতে থাকবে আবেগের, স্নেহের অস্তিত্বের এক অদ্ভুত টান। আপনার জীবনের শ্রেষ্ঠ সময় তখনই, যখন আপনি নিজেই নিজেকে সময় দিবেন। পর্যবেক্ষণ করতে হবে আপনার প্রতি চারপাশের মানুষের ভালোবাসা কতখানি। তবে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য যারা আবেগ নিয়ে খেলে, তারা কখনো ভালোবাসা চায় না, তারা আপনার ভেতরের শক্তিটাই শুষে নেবে। আমাদের আশপাশে নানান ধরনের মানুষ রয়েছে। যাদের মধ্যে রয়েছে হিংসা, ভালোবাসা, প্রেম কিংবা রাগ ক্ষোভ। আবার কিছু মানুষ আপনার জীবনে হয়ে উঠতে পারে বিষাক্ত। তারা সহানুভূতি আদায়ের জন্য নানান ছলচাতুরীর আশ্রয় নেয়। এসব মানুষ বেশি দিন মানুষের ভালোবাসায় টিকে থাকতে পারে না। সত্যি বলতে, ‘আমাকে কেউ ভালোবাসে না’ একরকম ভাবনা কখনো মাথায় আসে না। চেষ্টা করি নিজের ভেতরকার সমস্ত দুর্বলতাকে একে একে বের করে একান্ত নিজের মনের সাথে প্রশ্নবিদ্ধ করে মোকাবিলা করতে। চেষ্টা করি নিজের মধ্যে ভালো কিছু গুণের সঞ্চার ঘটাতে। বিশ্বাস করি ভালোবাসার বিনিময়ে, ভালোবাসা পাওয়া যায়। সেই অকৃত্রিম ভালোবাসাই পেয়ে যাচ্ছি সকলের কাছ থেকে। কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার কাছে।

পূর্ববর্তী নিবন্ধজীবন সুন্দর তো পৃথিবী সুন্দর
পরবর্তী নিবন্ধআত্মহত্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে