ও যে নামেই ভালোবাসা
ও যে মেটায় মনের তৃষা
ও যে কত গভীর, অপরিমাণ
নেইতো বলার ভাষা।
তারে যায় না ওজন করা
তারে যায় না কভু ধরা
তারে সকাল বিকাল রুটিন করে,
যায় না মোটে পড়া।
এ যে ধরা–ছোঁয়ার পরে
এ যে মনের গহীন ঘরে
এ যে চুপটি করে বসে থাকে,
স্মৃতির হাতটি ধরে।
সে এক অন্যরকম টানে
সে এক রোমাঞ্চ জাগায় প্রাণে
সে এক উচ্ছলতার আবেশ নিয়ে,
ভাসায় জোয়ার বানে।