ভালোবাসার ঘ্রাণ

শিরিন আফরোজ | সোমবার , ১৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৪ পূর্বাহ্ণ

আমার দেশের লালসবুজ পতাকা

প্রাণের চেয়েও দামি

রূপের যাদুতে মায়াভরা এ দেশটি

ভালোবাসার খামি।

ইচ্ছে গাড়ি চড়ে মন ঘুরে অদেখায়

আমার এ দেশ রূপসী

যতটুকু দেখেছি আরো দেখার আশায়

অপেক্ষা প্রাণ প্রেয়সী।

পাহাড়ের বুকে মেঘেদের আনন্দ মিতালী

অপূর্ব পাহাড়ি রূপ

পাহাড়ি পথ জুড়ে সবুজের গালিচা থেকে

রূপ ঝরে ঝুপঝুপ।

মস্ত সাগর ডাক দিয়ে যায় সারাটিক্ষণ

বাংলার বুক চিরে

স্নিগ্ধতার নিমন্ত্রণে ঢেউয়ের গর্জনে

শুভ্রতা সাগর তীরে।

আমার এ দেশ শহীদের রক্তে রাঙানো

স্বাধীন বাংলাদেশ

নদনদী আর খালে বিলে ভরা দেশটি

রূপের নেইতো শেষ।

ষড়ঋতুর এ দেশ ঋতু বৈচিত্র্যের দেশ

বিনি সুতোর টান

স্বাধীন দেশের লালসবুজের পতাকায়

ভালোবাসার ঘ্রাণ।

পূর্ববর্তী নিবন্ধআমরা সাহসী বাঙালি
পরবর্তী নিবন্ধদেশ বলতে বুঝি