ভালোবাসার অপর নাম আজাদী

ফাতিমা ইয়াসমিন | রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

আজাদীর সাথে সখ্যতা সেই শৈশবকাল থেকেই। যখন থেকে লিখতে পড়তে শিখেছি, তখন থেকেই আজাদী পত্রিকা হাতে নিয়ে টুকটাক শব্দ ও লাইন বানান করে পড়ার চেষ্টা করতাম যার হাতেখড়ি পাই বাবার কাছ থেকে। আজাদী যেন শুধু পত্রিকাই নয়, পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য যাকে নিয়ে প্রতিটি দিনের শুরু হয়। ছোটবেলায় অভ্যাস ছিলো আজাদী পত্রিকা হাতে নিয়ে প্রাণভরে এর সুঘ্রাণ নিয়ে দিনটি শুরু করা যা আজো রয়ে গেছে। পত্রিকা হাতে পেয়ে কে কার আগে পড়বে, বাসায় চলে তার সরল প্রতিযোগিতা। বাসায় আরো দুটি দৈনিক পত্রিকা রাখা হলেও আজাদীর অবস্থান হলো স্বতন্ত্র, যা ঠিক আগের মতোই আছে। কালের বিভিন্ন ঘটনার সাক্ষী, সুখ দুঃখের নিত্য সাথী আজাদী ছাড়া যেনো একটি দিনও চলে না। চট্টগ্রামের সবরকম বিষয়ভিত্তিক, বস্তুনিষ্ঠ ও যুগোপযোগী সংবাদের ক্ষেত্রে আজাদী এনেছে এক অনন্যমাত্রা। তাইতো আজাদী এক ও অদ্বিতীয়, আজাদীর তুলনা আজাদী নিজেই। আজাদীর ৬২তম জন্মদিন উপলক্ষে জানাই একরাশ অভিনন্দন ও ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধগণমানুষের অধিকার সচেতন দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআজাদীর জন্য ভালোবাসা