ভালোবাসতে শিখুন

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

জীবনে কিছু মানুষ পাবেন যাদের সাথে আপনি যখন তখন রাগ অভিমান দেখাতে পারবেন। সময়েঅসময়ে ছোটবড় অনেক কথা বলে আঘাতও করতে পারবেন। কিন্তু তাদের পক্ষ হতে কোনো অকথ্য পাল্টা জবাব আসবে না। বিনিময়ে তারা ভালোবাসাই দিয়ে যাবে। আপনি যখন বারংবার একই কাজ করতে থাকেন তখনও একপ্রকার চুপই থাকে তারা। কিছু বলছে না মানে এই নয়, তারা বলতে জানে না। এমন মানুষগুলো ভালোবাসতেও জানে আবার ঘৃণাও করতে জানে। মাটি সাধারণত নরম প্রকৃতির হয়ে থাকে। সেই একই নরম মাটিকে আগুনে পোড়ালে কিন্তু সেটা পাথরের মতো শক্ত হয়ে যায়। ঠিক তেমনই, কিছু মানুষের মন মাটির মতো নরম কিন্তু আপনার কথার অনলে কিংবা আশেপাশের মানুষদের আচরণে তারা ভেতর থেকে পুড়তে পুড়তে একসময় শক্ত হয়ে যায়। এতে তাদের মনের ভেতরেই আটকা পড়ে যায় মানঅভিমান কিংবা স্নেহভালোবাসার অবশিষ্টাংশ। হাজার দুঃখ কষ্ট মনে চেপে রেখে সামনের সময়টা পার করতে চায় তারা। যদি কখনও তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং মুখ ফুটে বলতে শুরু করে ভেতরে জমে থাকা সব রাগঅভিমান তখন আর আপনার সহ্য হবে তো? নিজেকেই প্রশ্ন করুন। কাউকে আঘাত করার পর না ভেবে আঘাত দেওয়ার আগেই ভাবা দরকার আসলেই কাজটি ঠিক নাকি ভুল হচ্ছে(!)

মানুষের অভ্যাস পরিবর্তনীয়। কাঁচা মাটিতে আঘাত করার চেয়ে পোড়া মাটিতে আঘাত করা কষ্ট। আপনার কথার আঘাতে কেউ পাথরের মত শক্ত হয়ে উঠলে তাকে আঘাত করতে গেলে নিজেই ব্যথা অনুভব করবেন। সম্পর্কে মায়া, আবেগ, রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুই থাকে। তবে অবহেলা করলে মানুষটিকে হারানোর সম্ভাবনাই বেশি থাকে। ঝগড়ার মাঝে বারবার খোঁটা দিয়ে তাকে আঘাত না করে ভালোবাসায় সিক্ত করতে শিখুন, দেখবেন দ্বিগুণ ফিরে পাবেন।

পূর্ববর্তী নিবন্ধযৌতুককে না বলুন
পরবর্তী নিবন্ধবারে বারে আসি