বান্দরবানে ভাল্লুকের আক্রমণে শিশুসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার টঙ্কাবতী ইউনিয়নের চিম্বুক পাহাড়ে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী জানিয়েছে, আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল দুপুর দুইটার দিকে সেনাবাহিনীর একটি দল তাদের চট্টগ্রামে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, জুমে চাষের কাজ করছিলেন পাড়া কারবারি ম্রো ইয়াং (৩২), তার ছেলে মাংলিউ ম্রো (৫) এবং ওয়াই ম্রো (৪২)। এ সময় ভাল্লুকের আক্রমণের শিকার হন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।