ভারী বৃষ্টিতে বিদ্যুতায়িত বৈদ্যুতিক খুঁটি, স্পর্শ করে নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

নগরীর মেহেদীবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি রাউজানের নোয়াপাড়া এলাকার মৃত সিরাজের মেয়ে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মেহেদীবাগের ১ নম্বর গলির একটি বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় রাস্তায় হাঁটার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলবদ্ধতায় রাস্তায় হাঁটার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়া একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংস্পর্শে জান্নাতুল অচেতন হয়ে পড়ে। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু না থাকলে শ্রমিকদের বেতন-ভাতার দায়িত্ব নেবেন না মালিকরা
পরবর্তী নিবন্ধইসি পুনর্গঠন না হলে নির্বাচনে অংশ নেবে না এনসিপি