ভারী বর্ষণে ভাঙন, পটিয়ায় সড়ক সংস্কার করল সামাজিক সংগঠন

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৪২ পূর্বাহ্ণ

পটিয়ায় ভারী বর্ষণে ভেঙে যাওয়া সড়ক সংস্কার করলেন সামাজিক সংগঠন নবদিগন্ত ফোরাম। পৌর সদরের ৯ নং ওয়ার্ড বিওসি রোডফল্যাতলী সংযোগ সড়কের ভেঙে যাওয়া বিভিন্ন অংশ মেরামত করেন সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, অতি সম্প্রতি ভারী বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। এরপর সড়ক মেরামতে কাজ করেন সামাজিক সংগঠন নবদিগন্ত ফোরাম এর সদস্যরা। সড়ক মেরামতে কাজ করেন ফোরামের উপদেষ্ঠা মো. নাছির উদ্দিন, সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সদস্য গোলাম কাদের, মনির উদ্দিনসহ বিভিন্ন সদস্যবৃন্দ। এ সময় তারা কংক্রিট ও বালি সংগ্রহ করে সড়কে সৃষ্টি হওয়া ছোট বড় গর্তগুলো ভরাটের কাজ করেন।

এ বিষয়ে ফোরামের সভাপতি লিয়াকত আলী জানান, উত্তর গোবিন্দার খিল নবদিগন্ত ফোরাম একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এ ফোরাম এর সকল সদস্য চাকুরীজীবি ও ছাত্রসহ বিভিন্ন পেশায় জড়িত। আমাদের একটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে এ সড়ক সংস্কার করা হয়। সবার উচিত শুধুমাত্র সরকার ও স্থানীয় সংস্থা বা প্রতিষ্ঠানের বাইরে গিয়ে নিজেরাও নানা সামাজিক দায়বদ্ধতামূলক কাজে অংশ গ্রহণ করা। কারণ দেশটাতো আমাদেরই।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যা দুর্গতদের মাঝে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন