টেস্ট ক্রিকেট থেকে থেকে অনেকটা অভিমান করেই সরে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে কিংবা টি–টোয়েন্টি ক্রিকেটেও বারবার বাদ দেওয়া হয়েছে। আবার ফিরেছেন স্বরূপে। বাইশ গজের মঞ্চে নিজের দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করেছেন। এবার থামতে চান বাংলাদেশের এই নির্ভরতার প্রতীক। তবে সেটা কেবলই টি–টোয়েন্টি ক্রিকেট থেকে। চলমান ভারত সফরের বাকি দুটি ম্যাচ মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। যার একটি আজ অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। আর আগামী ১২ অক্টোবর হায়দ্রাবাদে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচটি খেলবেন মাহমুদউল্লাহ। গতকাল দিল্লিতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। টি–টোয়েন্টি থেকে বিদায় ঘোষণার পর এখন শুধু ওয়ানডে ক্রিকেটই টিকে রইল মাহমুদউল্লাহর আন্তর্জাতিক অধ্যায়। ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর সাদা পোশাকে আর দেখা যায়নি তাকে। টেস্ট থেকে অবসরের ঘোষণা অবশ্য আনুষ্ঠানিকভাবে দেননি তিনি। তবে ওই টেস্ট চলার সময় ড্রেসিং রুমে সতীর্থদের তিনি জানিয়েছিলেন টেস্টে আর খেলবেন না। সতীর্থরাও পরে তাকে মাঠে ‘গার্ড অব অনার‘ দেন। তার টেস্ট ক্যারিয়ার ৫০ ম্যাচের। ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুটি ম্যাচ খেললে টি–টোয়েন্টি ক্যারিয়ার থামবে ১৪১ ম্যাচে।