ভারত শত্রুকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবে না : ফখরুল

| মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা ভারত পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসকে ভণ্ডুল করে দিতে আওয়ামী লীগ এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা ভারত পেতে পারে বলে আমি মনে করি না। গতকাল সোমবার বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে এ আলোচনা সভার আয়োজন করে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ। খবর বাংলানিউজের।

বিএনপি তাদের ৩১ দফায় রাষ্ট্রের অনেকগুলো সংস্কাকথা জানিয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ছাত্ররা সংস্কারের কথা বলছেন, এ সংস্কারকে আমরা স্বাগত জানাই। নতুন যে অধ্যায়ের সূচনা হয়েছে, তাকে আমাদের ধৈর্য ধরে বরণ করে নিতে হবে। যারা এই বিজয়কে যারা ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সঙ্গে হয়েছে, তারা দেশদ্রোহী। তাদের রুখে দিতে হবে, তাদের পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে। আমাদের ছাত্রজনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতা আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আরেক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অনেকে।

পূর্ববর্তী নিবন্ধএক মাস পর বিআরটিএ সার্ভার সচল, সেবাদান শুরু
পরবর্তী নিবন্ধসাবেক ক্রীড়া উপমন্ত্রী জয় গ্রেপ্তার