ভারত থেকে সাড়ে ৪ কোটি ডোজ টিকা পাচ্ছে পাকিস্তান

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:২৫ পূর্বাহ্ণ

ভারতে উৎপাদিত সাড়ে চার কোটি ডোজ করোনা টিকা পাচ্ছে পাকিস্তান। চলতি মাসের শেষের দিকে ভারত এই টিকা সরবরাহ করবে বলে জানিয়েছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের ফেডারেল সেক্রেটারি আমির আশরাফ খাজা। বৃহস্পতিবার পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে তিনি এ তথ্য জানান। খবর বাংলানিউজের। তিনি বলেন, চলতি মাসে (মার্চ) ৪৫ মিলিয়ন ডোজ ভারতীয় টিকা পেতে যাচ্ছে পাকিস্তান। পিএসির চেয়ারম্যান রানা তানভীর হোসেনের নেতৃত্বে এক সভায় তিনি চলমান টিকা দান প্রক্রিয়া সম্পর্কে ব্রিফিং করছিলেন। খাজা কমিটিকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায ২৭.৫ মিলিয়ন লোককে করোনা টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, টিকা জোট গাভির সাথে একটি চুক্তির অধীনে মোট ৪৫ মিলিয়ন ডোজ টিকা গ্রহণ করা হবে এবং এ বছরের জুন মাস পর্যন্ত মোট ১৬ মিলিয়ন টিকা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅডিও ক্যাসেট টেপ উদ্ভাবক লু ওটেনস আর নেই
পরবর্তী নিবন্ধহাসপাতাল থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান