ভারত থেকে সরকারিভাবে কেনা ৫০ হাজার টন চালের প্রথম চালান গতকাল বুধবার রাতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এমভি সেঁজুতি নামের চাল বোঝাই একটি জাহাজ বন্দরের চার নম্বর বার্থে নোঙর করেছে। আজকালের মধ্যে এই চাল খালাস সম্পন্ন হলে তা বাজারে আসা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র জানায়, জি টু জি পদ্ধতিতে সরকার ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয় করে। গতরাতে এই চালের প্রথম চালান নিয়ে জাহাজ বন্দরে ভিড়েছে। প্রথম চালানে ৪১২০ টন চাল রয়েছে। জাহাজটি চার্টার এবং স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সীগ্লোরি শিপিং লাইন্স। খাদ্য বিভাগ এই চাল খালাস করছে। গতরাতে জাহাজটি বন্দরের চার নম্বর জেটিতে বার্থিং নেয়ার পরই চাল খালাস শুরু হয়েছে। আগামী তিন দিনের মধ্যে চার হাজার টন চাল খালাস সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সরকারের সাথে চুক্তিকৃত ৫০ হাজার টন চাল ক্রমান্বয়ে দেশে এসে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ভারত থেকে আমদানিকৃত চাল সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাজারে আসবে। এই চাল বাজারে আসলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। ভারত থেকে সরকার প্রায় সাড়ে ৩৫ টাকা দরে সরকার এই চাল কিনেছে।
এই ব্যাপারে জাহাজটির লোকাল এজেন্ট সীগ্লোরি শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরউদ্দিন জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি জাহাজটি জেটিতে বার্থিং নেয়া এবং চাল খালাস শুরু হওয়ার কথা স্বীকার করেছেন।