ভারতে ১২ হাজার এনজিওর বিদেশি অর্থায়ন বন্ধ

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১২:০৪ অপরাহ্ণ

বিশ্বের সব দেশের মতো ভারতেও রয়েছে দেশি-বিদেশি হাজার হাজার এনজিও। তবে দেশটির নিয়মানুযায়ী এসব এনজিওকে বিদেশি অর্থসহায়তা অর্থাৎ ফান্ড পেতে হলে লাইসেন্স নিতে হয়। সম্প্রতি ছয় হাজারের বেশি এনিজিওসহ অন্যান্য কিছু সংস্থার এ লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। এনিয়ে গত কয়েক মাসে মোট ১২ হাজারের বেশি এনজিওর লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে। এখন থেকে তারা বিদেশ থেকে কোনো সহায়তা নিতে পারবে না। গতকাল শনিবার সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। মাদার তেরেসার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা মিশনারিজ অব চ্যারিটির লাইসেন্স নবায়ন করতে অস্বীকৃতি জানানোর কয়েকদিন পরই এমন বড় ধরনের খবর এলো দেশটির পক্ষ থেকে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ারে দু’জন, প্রথম বিভাগে একজন কমলো কোটার ক্রিকেটার
পরবর্তী নিবন্ধওমিক্রন উদ্বেগের মধ্যেই ইসরায়েলে ফ্লোরোনার হানা