ভারতে শনাক্ত কোটি ছাড়াল

| রবিবার , ২০ ডিসেম্বর, ২০২০ at ১১:৪৪ পূর্বাহ্ণ

ভারতে কোভিড-১৯ আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। যদিও দেশটিতে বর্তমানে সংক্রমণ বিস্তারের গতি বেশ খানিকটা হ্রাস পেয়েছে। গতকাল শনিবার দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা আরো আগেই ভারতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল। বিশেষ করে সেপ্টেম্বরের মাঝামাঝিতে যখন দৈনিক শনাক্ত লাখের কাছাকাছি থাকতো। তবে গত মাস থেকে ওই অবস্থার পরিবর্তন হয়েছে। এ মাসে গড়ে দৈনিক ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হচ্ছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক না পরে সেলফি : চিলিতে প্রেসিডেন্টকে ৩৫০০ ডলার জরিমানা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে চূড়ান্ত অনুমোদন পেল মডার্নার টিকা