ভারতে বিচারের মুখে অনলাইনে মুসলিম নারী ‘বিক্রি’ করা সেই যুবক

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

ভারতের গতবছর ৮০ জনের বেশি মুসলিম নারীকে অনলাইনে ‘বিক্রি’ করতে অ্যাপ তৈরি করে তাতে এই নারীদের ছবি দেওয়ায় অভিযুক্ত যুবকের বিচার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আদালতে অমকেশ্বর ঠাকুর (২৫) নামের এ যুবকের বিচারের জন্য অনুমতি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট-গভর্নর ভিকে সাক্সেনা। এরপরই পুলিশ ওই ঘোষণা দিল বলে জানিয়েছে বিবিসি।

২০২১ সালের জুলাইয়ে গিটহাব ওয়েব প্লাটফরমে ‘সুলি ডিলস’ নামের একটি উন্মুক্ত অ্যাপ চালু করা হয়। এর মাধ্যমে প্রকাশ্যে আনা হয় বেশকিছু ছবি, বিশেষ করে মুসলিম নারীদের প্রোফাইল তৈরি করে তাদেরকে বর্ণনা করা হয় ‘ডিলস অব দ্য ডে’ হিসেবে। অমকেশ্বর ঠাকুর গ্রেপ্তার হন ২০২২ সালের জানুয়ারিতে। তবে মার্চ মাসে তিনি জামিন পান। কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ওপর ডিগ্রি আছে অমকেশ্বরের। তাকে দিল্লি পুলিশ মধ্যপ্রদেশের ইন্দোর সিটি থেকে গ্রেপ্তার করে।

এরপর ভারতীয় দণ্ডবিধি, তথ্য প্রযুক্তি আইন এবং ভারতের ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ১৯৬ ধারায় ব্যক্তি নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে কেউ অপরাধ করলে সেটি এই ধারায় পড়ে।

এই ধারাটি সাধারণত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং এতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। অমকেশ্বর ঠাকুরের সঙ্গে নিরাজ বিষ্ণুই (২০) নামের আরেকজনও গ্রেপ্তার হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবিয়েতে নববধূকে গাধার বাচ্চা উপহার দিলেন বর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২