বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমনের দাপটের মধ্যে ভারতে দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে, সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১৬.৪১ শতাংশে। গত ডিসেম্বরের পর থেকে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। সংক্রমণ পরিস্থিতিতে বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সেখানে ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, বুধবার এই সংখ্যা ছিল ২ লাখ ৮২ হাজার ৯৭০। মহামারীর পুরো সময়ে দেশটিতে মোট ৩ কোটি ৮২ লাখের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে। খবর বিডিনিউজের।
গত বছর ১৫ মে একদিনে ভারতে ৩ লাখ ১১ হাজার ১৭০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। ফলে গত এক দিনের নতুন রোগীর সংখ্যা গত আট মাসের সর্বোচ্চ। গত একদিনে ভারতে আরও ৪৯১ জনের মৃত্যু হয়েছে, আগের দিন এই সংখ্যা ছিল ৪৪১ জন। মহামারীর পুরো সময়ে কোভিডে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে সেখানে।