ভারতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার রাতে চেন্নাইয়ে টাইগার বাহিনীর সঙ্গে যোগ দেন তিনি। কোনো বিশ্রাম ছাড়াই গতকাল বুধবার এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন যোগ দেন সাকিব। একদিনের অনুশীলন শেষ করেই আজ বৃহ্স্পতিবার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবেন সাকিব। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভারতে পৌঁছায় বাংলাদেশ দলের ১৫ জনের স্কোয়াড। সে সময় সাকিব ছিলেন ইংল্যান্ডে। পাকিস্তান সিরিজ শেষ করে কাউন্টি ক্রিকেটে সারের হয়ে এক খেলার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। যে কারণে সাকিবকে ছাড়াই চেন্নাইয়ে দুই দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। এদিকে ভারতে আসতে ভিসা জটিলতায় পড়েছেন সাকিব। পরে টিম ম্যানেজমেন্টের চেষ্টায় আরব আমিরাত হয়ে ভারত আসেন তিনি। অনুশীলনের খুব বেশি সময় না পেলেও সাকিবকে নিয়ে উদ্বেগ নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টাইগার কাপ্তানের বিশ্বাস, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার কারণে সাকিবের যথেষ্ট প্রস্তুতি হয়ে গেছে। সারের হয়ে প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব। আর দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে নেন ৫ উইকেট। তবে ব্যাট হাতে সাকিব ছিলেন ম্লান। প্রথম ইনিংসে ১২ রান আর দ্বিতীয় ইনিংসে আউট হয়ে গেছেন ০ রানে।