ভারতে টিকা দেয়া শুরু

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে মাত্র এক বছরে দেড় লাখেরও বেশি মানুষের মৃত্যু দেখা ভারতে গণ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম দিনেই দেশটি ৩ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। খবর বিডিনিউজের।
শুরুতে সম্মুখসারির তিন কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। ভারতে টিকাদান কর্মসূচিতে যেসব ডোজ ব্যবহৃত হচ্ছে, সবই ভারতে তৈরি হয়েছে। কোভিড-১৯ মহামারীকে পরাজিত করার লড়াইয়ে আপাতত দুটি টিকাকে অনুমোদন দিয়েছে তারা। একটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বানানো, অপরটি ভারত বায়োটেকের।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব কি পুরোপুরি করোনামুক্ত হবে?
পরবর্তী নিবন্ধবাইডেনের শপথের আগেই ওয়াশিংটন ছাড়তে চান ট্রাম্প